ব্রিটিশ ভারতে কৃষক, উপজাতি ও সিপাহী বিদ্রোহ

Show Important Question


21) সিপাহী বিদ্রোহের সময়কালে ইউরোপীয় বংশোদ্ভূত প্রায় কত শতাংশ সৈন্য ভারতে ব্রিটিশ শাসকদের সৈন্যবাহিনীতে ছিলেন
A) ২০
B) ৩০
C) ৪০
D) ৫০

22) বেগম হাজরত মহাল কোথাকার সিপাহী বিদ্রোহের নেত্রী ছিলেন
A) লক্ষ্মৌ
B) কানপুর
C) বেরেলী
D) এগুলির কোনটি নয়

23) With which Revolt names of Sidhu and Kanu are associated ? / সিধু ও কানু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল
A) Khasi/ খাসি
B) Santhal/ সাঁওতাল
C) Sannyasi/ সন্ন্যাসী
D) Indigo/ নীল

24) সিপাহী বিদ্রোহের কোন কর্মী ধরা পড়েছিলেন এবং নিহত হয়েছিলেন
A) নানা সাহেব
B) কানোয়ার সিং
C) তাতিয়া টোপি
D) লক্ষ্মী বাই

25) Who said "sepoy mutiny was the first war of Independence"? / কে বলেছিলেন, “সিপাহী বিদ্রোহ স্বাধীনতার প্রথম যুদ্ধ”?
A) R. C. Majumdar/ আর. সি. মজুমদার
B) Bahadur Shah/ বাহাদুর শাহ
C) Ashutosh Mukhopadhay/ আশুতোষ মুখোপাধ্যায়
D) Savarkar/ সাভারকার

26) 1855-56 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংঘটিত হওয়া সাওতাল বিদ্রোহের নেতা ছিলেন ?
A) বীরসা মুন্ডা
B) চক্র বিসয়ী
C) বুদ্ধ ভগৎ
D) সিধু ও কানু

27) চুয়ার বিদ্রোহ কত সালে শুরু হয়?
A) 1768 সালে
B) 1766 সালে
C) 1765 সালে
D) 1763 সালে

28) Name of the Journalist who whole heartedly championed the cause of Indigo Movement was- / কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সহায়তা করেছিলেন?
A) Sisir Kumar Ghosh/ শিশির কুমার ঘোষ
B) Harish Chandra Mukherjee/ হরিশচন্দ্র মুখার্জী
C) Barindra Ghosh/ বারীন্দ্র ঘোষ
D) Bipin Chandra Pal/ বিপিনচন্দ্র পাল

29) Where did Bhil revolt take place ? / ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল?
A) Chhotonagpur/ ছোটনাগপুর
B) Singbhum/ সিংভূম
C) Satara/ সাতারা
D) Khandesh/ খান্দেশ

30) Who was the leader of the Tariqa movement in Bengal ? / বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন?
A) Dudu Mian/ দুদু মিয়াঁ
B) Titu Mir/ তিতুমীর
C) Haji Shariatullah/ হাজি শরিয়াতুল্লা
D) Sayed Ahmed/ সৈয়দ আহমেদ

31) বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত?
A) কোল বিদ্রোহ
B) সিপাহী বিদ্রোহ
C) সন্ন্যাসী বিদ্রোহ
D) মোপলা বিদ্রোহ

32) ওড়িশায় কার নেতৃত্বে ১৮১৭ সালে পাইক বিদ্রোহ হয়েছিল?
A) তিতুমীর
B) সুই মুন্ডা
C) বিদ্যাধর মহাপাত্র
D) দিনু মন্ডল

33) “দামিন-ই-কোহ” কথাটির অর্থ হল –
A) আহত পাহাড়
B) পাহাড়ী মা
C) পাহাড়ের প্রান্তদেশ
D) মৃত পাহাড়

34) ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে “একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ” বলে অভিহিত করেন কে ?
A) স্যার জন সিল
B) রমেশচন্দ্র মজুমদার
C) বিনায়ক দামোদর সাভারকার
D) বেঞ্জামিন ডিসরেলি

35) Who was the Governor-General of India during the sepoy mutiny ? / সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
A) Lord Dalhousie/ লর্ড ডালহৌসি
B) Wellesley/ ওয়েলেসলি
C) Hastings/ হেস্টিংস
D) Canning/ ক্যানিং

36) ফরাজি নেতা দুদু মিয়াঁর আসল নাম কি ছিল?
A) মহম্মদ মহসিন আলাউদ্দিন আহম্মদ
B) নোয়া মিয়াঁ
C) মীর নিসার আলি
D) হাজি শরিয়াত উল্লাহ

37) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না ?
A) নানাসাহেব
B) মান সিংহ
C) রানী লক্ষ্মীবাঈ
D) মঙ্গল পান্ডে

38) সিপাহী বিদ্রোহের ঠিক পূর্বে যে গাদাবন্দুকের বদলে এনফিল্ড রাইফেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ কর্তৃপক্ষ তার নাম –
A) ব্রাউন বেস
B) হোয়াইট বেস
C) গ্রীন বেস
D) ব্ল্যাক বেস

39) ১৭৮৩ সালে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল –
A) সন্দীপ বিদ্রোহ
B) রংপুর বিদ্রোহ
C) পাইক বিদ্রোহ
D) চুয়ার বিদ্রোহ

40) কোল বিদ্রোহের অন্যতম নায়ক ছিলেন –
A) সিধু
B) কানু
C) বিরসা
D) সুই মুন্ডা